সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

রুহুল কবির রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল!

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে।রুহুল কবির রিজভী বলেন, ফেসবুকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, ভুয়া বিজ্ঞপ্তির দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।তিনি আরও বলেন, বিএনপি’র নামে ভুয়া প্রচারণা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ ধরনের ষড়যন্ত্র কখনো সফল হবে না। তিনি সবার প্রতি আহ্বান জানান, সত্য-মিথ্যা যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করতে।ঘটনাটি ইতোমধ্যে দলের ভেতরে আলোচনার ঝড় তুলেছে। রাজনৈতিক মহল বলছে, এ ধরনের ভুয়া প্রচারণা শুধু বিভ্রান্তিই সৃষ্টি করছে না, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি অপচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *