সন্ত্রাস দমন আইনের আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুইজন সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল (৫৮), নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী (৪৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫) সহ আরও অনেকে।শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ঢাকার খিলক্ষেত, মোহাম্মদপুর, আফতাবনগর, কাফরুল ও আশুলিয়া এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।ডিবির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ গঠনের সাথে জড়িত ছিলেন এবং রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল হামলা ও বিদেশি অর্থায়নের মাধ্যমে সংগঠন পরিচালনা করছিলেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।