সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

ডেমরায় পাঁচ লক্ষ টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

ডেমরায় সফল অভিযানে আটক করেছে মোঃ নুর আলম (৫০), মোঃ জসিম উদ্দিন স্বপন (৪৫) ও মোঃ কাউছার পারভেজ (২৫), উদ্ধার করা হয়েছে ১৬৬৭ পিস ইয়াবা।ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ — রাজধানীর ডেমরা থানা, পশ্চিম বক্সনগর এলাকার বক্সনগর ব্যাংক কলোনি সেকশনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ (RAB-10) একটি আভিযানিক দল সন্ধ্যা আনুমানিক ৭.১৫ ঘটিকায় অভিযানে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানেই ৫,০০,১০০ টাকা মূল্যের ১৬৬৭ পিস ইয়াবা আবিষ্কৃত হয় এবং মাদক চক্রের তিন জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:মোঃ নুর আলম (৫০), পিতা মৃত সামছুল হক, সাং বালুমোড়া, থানা হাজিগঞ্জ, জেলা চাঁদপুরমোঃ জসিম উদ্দিন স্বপন (৪৫), পিতা হাজী আবুল কাশেম, সাং পশ্চিম বক্সনগর, থানা ডেমরা, ঢাকামোঃ কাউছার পারভেজ (২৫), পিতা মোঃ সিদ্দিক, সাং কচুবনিয়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজারপ্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ করে এবং ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। উদ্ধার হওয়া মাদক ও গ্রেফতারকৃতদের ডেমরা থানা অতিক্রম করে ডিএমপি, ঢাকা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলমান।র‍্যাব-১০ মাদকবিচ্ছিন্ন অভিযানকে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *