সিলেটের দক্ষিণ সুরমায় বিপুল পরিমাণ বিদেশী মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অমিত সাহা ও তার সঙ্গীয় ফোর্স হিলু রাজীবাড়ি এলাকায় সমুজ আলীর টিনশেড গোডাউনে অভিযান চালিয়ে এ উদ্ধার করা হয়।অভিযানে ৩৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ জব্দ করা হয়। যার পরিমাণ ৯০ দশমিক ১ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও সমুজ আলী (৫০) ও তার স্ত্রী হাসনা বেগম (৪০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর সারণী ২৪(খ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫।সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সমুজ আলীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে দক্ষিণ সুরমা থানার মামলা নং ২৩ (তারিখ ১৭ মে ২০২৩), মামলা নং ০১ (তারিখ ৩ এপ্রিল ২০২৫) ও মামলা নং ২৪ (তারিখ ২৯ অক্টোবর ২০২০) বর্তমানে আদালতে বিচারাধীন।আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।