সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

সেতুর নিচে নদী নেই, তবু দাঁড়িয়ে আছে দুনিয়ার সবচেয়ে মজবুত ব্রিজ

Spread the love

হন্ডুরাসের চোলুতেকা নদীর উপর নির্মিত শক্তিশালী ও নান্দনিক এক সেতু আজ বিশ্ববাসীর কাছে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত অলৌকিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।১৯৯৮ সালে জাপানি প্রকৌশলীদের দক্ষতায় নির্মিত এ সেতুটি এমনভাবে বানানো হয়েছিল যে, কোনো ঝড়-ঝঞ্ঝাই তাকে ভাঙতে পারবে না। কিন্তু একই বছর দেশটিতে আঘাত হানে ভয়ঙ্কর হারিকেন মিচ। প্রচণ্ড ঝড়ে হন্ডুরাস বিধ্বস্ত হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়, প্রাণহানি ঘটে বহু মানুষের, ভেঙে যায় অধিকাংশ সেতু ও রাস্তা।কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চোলুতেকা সেতুটি টিকে যায় অক্ষত অবস্থায়। প্রকৃতির প্রলয় তাকে একটিও আঁচড় দিতে পারেনি। তবে ভাগ্যের পরিহাসে নদীর প্রবাহপথ পরিবর্তিত হয়ে যায়। নদী আর সেতুর নিচ দিয়ে নয়, বরং পাশ দিয়ে বয়ে চলতে শুরু করে।ফলে দণ্ডায়মান শক্তিশালী এই সেতুটি আজ কোনো কাজে ব্যবহৃত হয় না। দাঁড়িয়ে আছে শুধু ইতিহাস আর প্রকৃতির খেলার নীরব সাক্ষী হয়ে।চোলুতেকা সেতু আজ বিশ্ববাসীকে একটি বড় শিক্ষা দেয়—শক্তিশালী হওয়া যথেষ্ট নয়, টিকে থাকতে হলে সময় ও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই হলো আসল শক্তি।সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা, বিবিসি, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *