কম্বোডিয়ায় এক দক্ষিণ কোরিয়ান কলেজ ছাত্রকে টর্চার করে হত্যার প্রতিবাদে এবং কোরিয়ান নাগরিকদের লক্ষ্য করে চলতে থাকা অনলাইন চাকরি কেলেঙ্কারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার সিউলে অবস্থিত কম্বোডিয়ার রাষ্ট্রদূত খুন ফোন রত্নাক-এর কাছে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন।বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মন্ত্রী চো হিউন এই ঘটনার ‘ক্রমাগত পুনরাবৃত্তি’ এবং কোরিয়ান নাগরিকদের আটক নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি কম্বোডিয়ান সরকারের কাছে ‘অনলাইন স্ক্যাম নির্মূল করার জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছেন।দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, আগস্ট মাসে কম্বোডিয়ায় এক কলেজ ছাত্রকে চাকরি সংক্রান্ত প্রতারণার ফাঁদে ফেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে টর্চার করে হত্যা করা হয়েছে। এই ভয়াবহ ঘটনাই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন টোকিওতে একটি বৈঠক শেষে কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে তলব করে সিউলের কঠোর অবস্থান স্পষ্ট করে দেন। রাষ্ট্রদূত খুন ফোন রত্নাক সিউল বিদেশ মন্ত্রককে জানিয়েছেন, তিনি কোরীয় সরকারের উদ্বেগ ও অবস্থান বুঝতে পেরেছেন এবং দ্রুত এই বার্তা তার সরকারের কাছে পৌঁছে দেবেন। তবে এই বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে কম্বোডিয়ার দূতাবাসে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।নম পেন-এ সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারিএদিকে, কোরিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রক নম পেন-এর জন্য ‘বিশেষ ভ্রমণ সতর্কতা’ জারি করেছে। শুক্রবার রাত ৯টা (কোরীয় সময়) থেকে এই সতর্কতা কার্যকর হয়েছে। নাগরিকদের উপর অনলাইন স্ক্যামের ক্রমবর্ধমান হুমকির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এই ঘটনায় কোরিয়ান প্রবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিউল সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, বিদেশে তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কোনো আপস করবে না।
Source :রয়টার্স (Reuters)