এশিয়া কাপে জমে উঠেছে সুপার ফোরের লড়াই। টানা জয় নিয়ে সবার নজর কাড়লেও শ্রীলঙ্কা এখন কার্যত বিদায়ের দ্বারপ্রান্তে। গ্রুপপর্বে আনবিটেন থেকে যারা সবার চোখে ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছিল, তারাই আজ ভাগ্যের খেলায় পড়ে অলমোস্ট আউট।তবে এখনো পুরোপুরি বাদ যায়নি শ্রীলঙ্কা। তাদের সমীকরণ কঠিন হলেও অসম্ভব নয়। শ্রীলঙ্কাকে ফাইনালে টিকে থাকতে হলে বাংলাদেশকে ভারত ও পাকিস্তান – দুই দলকেই হারাতে হবে।অন্যদিকে পাকিস্তানের সমীকরণ তুলনামূলক সহজ। বাংলাদেশকে হারালেই সরাসরি ফাইনালে নাম লেখাবে বাবর আজমরা। আর বাংলাদেশের সামনে সমীকরণ একদম স্পষ্ট – পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত।এখন ক্রিকেটপ্রেমীদের চোখ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিকে। সেটি হয়ে উঠতে যাচ্ছে কার্যত এক ভার্চুয়াল সেমি-ফাইনাল।