ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ মোজাম্মেল হককে (৬৭) গ্রেফতার করেছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গুলশান-১ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গুলশান থানা সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন। পাশাপাশি দলীয় কর্মসূচি প্রচারে তার সংশ্লিষ্টতারও তথ্য পাওয়া গেছে।ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত মোজাম্মেল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এর আগে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ অভিযান চালিয়ে ১৪টি ককটেল, ৭টি ব্যানারসহ ২৪৪ জনকে আটক করে। একই সঙ্গে বিভিন্ন প্রভাবশালী নেতৃবৃন্দকেও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।