এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হলো ভারত। পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে শুরুতে সমানতালে লড়াই করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার ঝলক দেখিয়ে জয়ের বন্দরে পৌঁছায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।ফাইনাল ম্যাচের প্রথম ১০ ওভারে পাকিস্তান কিছুটা আধিপত্য বিস্তার করেছিল। ভারত ইনিংসের প্রথম ১০ ওভারেও ম্যাচে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে শেষ পর্যন্ত ভারতীয় খেলোয়াড়দের আইপিএল অভিজ্ঞতা ও ম্যাচ সচেতনতার কাছে পাকিস্তানের লড়াই টিকতে পারেনি। শেষ ৬ ওভারে ৬৪ রানের কঠিন সমীকরণ অনায়াসে মিটিয়ে নেয় ভারতীয় ব্যাটসম্যানরা।টি-২০ ফরম্যাটে এটি ভারতের দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল তারা। তবে এবারের আসরের বিতর্ক, আয়োজন নিয়ে প্রশ্ন আর দর্শক আগ্রহের মিশ্র প্রতিক্রিয়া ভবিষ্যতে টুর্নামেন্টটির ধারাবাহিকতা নিয়ে শঙ্কা তৈরি করেছে।বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ফাইনালে পৌঁছালে ম্যাচটি আরও জমজমাট হতো। পাকিস্তান যেভাবে টুর্নামেন্টে খেলে ফাইনালে এসেছে, তাতে অনেক পাকিস্তানি সমর্থক নিজেরাই শিরোপা আশা করেননি।ভারতের এই শিরোপা জয় আবারও প্রমাণ করল, কেন এশিয়ার ক্রিকেটে তাদের আধিপত্য আজও অটুট।