সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

লামিন ইয়ামালের আগে আসা সেই লামিন নতুন ক্লাবে পেলেন গোলের খোঁজ

Spread the love

মোনাকোর জার্সিতে অভিষেক ম্যাচেই গোলের খাতা খুললেন আনসু ফাতি। দীর্ঘ সময় ধরে ইনজুরির কারণে হারিয়ে যাওয়া একসময়কার বার্সেলোনার সোনার ছেলেটি নতুন ক্লাবে নতুন স্বপ্নের সূচনা করলেন।শুরুটা ছিল রূপকথার মতো। মাত্র ১৭ বছর বয়সে লিওনেল মেসির পাশে বার্সার আক্রমণভাগে খেলে আলো কাড়েন ফাতি। প্রতিভার ঝলকে সবাই ধরে নিয়েছিল ভবিষ্যৎটা তারই হবে। অনেকেই বলেছিলেন, লামিন ইয়ামালের আগেই আসল ‘লামিন’ ছিলেন তিনি। কিন্তু বারবার ওভারইউজ আর একের পর এক ইনজুরিতে থেমে যায় তার উজ্জ্বল পথচলা।বার্সেলোনার হয়ে আর আগের মতো আলো ছড়াতে পারেননি তিনি। ব্রাইটনে লোনে কাটানো একটি মৌসুমও কোনো আশা জাগাতে পারেনি, উল্টো হতাশা বাড়িয়েছে। শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে যায়, ফাতি আর বার্সার ‘কোয়ালিটি’ ধরে রাখতে পারবেন না। ফলে আলাদা পথেই হাঁটা ছিল উভয় পক্ষের জন্য শ্রেয়।এবার সেই নতুন পথেই পা রেখেছেন ফাতি। মোনাকোতে অভিষেক ম্যাচেই গোল করে ৬৭৯ দিনের অপেক্ষার অবসান ঘটালেন। সমর্থকরা আশা করছেন, এখান থেকেই শুরু হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়। ফাতি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে হয়তো ইউরোপিয়ান ফুটবলে আবারও উজ্জ্বল আলো ছড়াতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *