ঢাকা — জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার মান্যবর হাইকমিশনার মিস সুসান রাইলের সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠক করেন। বৈঠক সকাল ৯টার দিকে শুরু হয় এবং এতে উপস্থিত ছিলেন হাইকমিশনারের ডেপুটি, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সহ চারজন প্রতিনিধি, এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃত্ব।সাক্ষাতে শুরুতেই হাইকমিশনার ডাঃ শফিকুর রহমানের স্বাস্থ্য খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার প্রার্থনা করেন। বৈঠকটি প্রফুল্ল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।বৈঠকে রাষ্ট্রবিধি অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবস্থান, নারী অধিকার, নারীর সামাজিক-অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ বিষয় ছাড়াও স্বাধীনভাবে কাজের সুযোগ নিয়ে তর্ক-বিতর্ক হয়।অর্থনৈতিক সম্ভাবনা বিষয়েও আলোচনা হয় — বিশেষ করে জ্বালানি খাত ও তৈরি পোশাক খাতের উন্নয়ন, যেখানে হাইকমিশনার বাংলাদেশের এই খাতগুলোর বাড়তি অবদান ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকাকে স্বীকৃতি দেন।এছাড়া, ফোকাস দেওয়া হয় ভবিষ্যতে দ্বিপাক্ষিক স্বার্থে কিভাবে সহযোগিতা আরও বাড়ানো যায়, বিশেষ করে দক্ষতা উন্নয়ন প্রোগ্রামগুলোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহায়তা বিষয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন:জামায়াতে ইসলামীর পক্ষ থেকে: আমীর ডাঃ শফিকুর রহমান; সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার; সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; মজলিসে শূরার সদস্য মাওলানা ইয়াসিন আরাফাতঅস্ট্রেলিয়ান হাইকমিশনের পক্ষ থেকে: মিস সুসান রাইল; ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোব; পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন; এবং আরও দুই প্রতিনিধি।