সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

মৃত্যু থেকে ফেরার অবিশ্বাস্য গল্প: ৫ ফুট লোহা পেরিয়ে বেঁচে গেলেন খনি ইঞ্জিনিয়ার!

Spread the love

দক্ষিণ আফ্রিকার একটি খনিতে ২০১৫ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ড্যানিয়েল ডি ওয়েট তখন খনির নিচে একটি বাঁধের কাদা পরিষ্কারের কাজ করছিলেন।হঠাৎ পা পিছলে তিনি ৫ ফুট লম্বা একটি ধাতব রডের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এই রডটি তাঁর কুঁচকি দিয়ে প্রবেশ করে কাঁধের নিচ দিয়ে বেরিয়ে যায়। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে ড্যানিয়েলের উপর জটিল অস্ত্রোপচার করা হয়। ধাতব রডের কারণে তাঁর একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয় এবং ছোট অন্ত্রে মারাত্মক ক্ষতি হয়। তবুও চিকিৎসকরা সক্ষম হন তাঁকে বাঁচাতে। মাত্র ১৯ দিন পরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।ড্যানিয়েল ডি ওয়েটের এই অভিজ্ঞতা সত্যিই মৃত্যু মুখ থেকে ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প। তাঁর সাহস, দ্রুত উদ্ধার এবং আধুনিক চিকিৎসা একত্রিত হয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়।সোর্স: Dr-Abdur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *