সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় শাড়ির বড় চালানসহ তিন চোরাকারবারি গ্রেফতার

Spread the love

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে থানা পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা।ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর এলাকার সখিনা পাম্প সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করে।অভিযানে একটি পিকআপ ভ্যানসহ তিনজন চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন—১. রায়হান হাওলাদার (৩৫), পিতা রুহুল আমিন হাওলাদার, সাং-মারিয়ালি (কলাবাগান), থানা জয়দেবপুর, জেলা গাজীপুর;২. ওমর ফারুক (৩২), পিতা আবুল কাশেম, সাং-মাদ্রাসাপাড়া, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ;৩. মোঃ আবু তাহের (৪৫), পিতা মৃত হাছেন আলী, সাং-বারধার, থানা পূর্বধলা, জেলা নেত্রকোনা।তল্লাশিতে পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় ২৬৯ পিস ভারতীয় শাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা অবৈধভাবে ভারত থেকে শাড়ি এনে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গল শহরে নিয়ে যাচ্ছিলেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শনিবার (৪ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,> “আমরা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই ধরনের অবৈধ ব্যবসায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *