সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

বড়সড় অ্যাকশন নিল গোয়েন্দা পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা রিমান্ডে

Spread the love

রাজধানীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ২৯ সেপ্টেম্বর দিবস-রাতব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক বিভাগ সমন্বিত অভিযান পরিচালনা করে এই গ্রেফতার করা হয়। এ সময় লক্ষ্মীপুর, তুরাগ, মতিঝিল, বংশাল, মিরপুর, দারুস সালাম ও মোহাম্মদপুর থেকে গ্রেফতার হন সংগঠনের সক্রিয় সাত কর্মী।গ্রেফতারকৃতরা হলেন১. সলিম পাটোয়ারী (৪০), যুবলীগ নেতা, লক্ষ্মীপুর সদর২. মো. আবু সাইদ (৪২), তুরাগ থানা আওয়ামী লীগের কর্মী৩. মাসুদ পারভেজ (৪৭), জাতীয় শ্রমিকলীগ কমলাপুর শাখার সদস্য সচিব৪. মো. মাহবুব আলম (৪৮), সাধারণ সম্পাদক, বংশাল থানা যুবলীগ৫. খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), সহ-সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ৬. মো. কামাল হোসেন মৃধা (৩৭), সাবেক সভাপতি, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ উত্তর৭. মো. সাগর হাসান (৩২), রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্যডিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *