ফরিদপুরের কোতয়ালী থানার রথখোলা এলাকায় র্যাব-১০ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এ সময় দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।র্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সেনাবাহিনী যৌথভাবে বিশেষ অভিযান চালায়। গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রথখোলা এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ হাজার টাকা মূল্যের ২০ লিটার কেরু মদ এবং ৫৪ হাজার টাকা মূল্যের ১০৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর কোতয়ালী এলাকার মৃত অহেদ মোল্লার ছেলে রহিম মোল্লা (৪০) এবং মৃত সরোয়ার হোসেনের ছেলে মোকাম্মেল হোসেন (৬৯)। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা, কেরু মদ ও চোলাই মদসহ বিভিন্ন মাদক অবৈধভাবে সংগ্রহ ও সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র্যাব-১০ জানিয়েছে, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি, যা পরিবার, যুবসমাজ এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সোর্স: র্যাব-১০,