নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈশ্বিক আলোচনার নতুন দিগন্ত খুলে দিতে বাংলাদেশ ও তুরস্ক আগামী বছর যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনে বিশ্বের খ্যাতনামা মুসলিম স্কলার, গবেষক এবং নারী অধিকার অগ্রদূতরা অংশ নেবেন।সোমবার নিউইয়র্কে বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং তুরস্কের সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতা’র মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।শারমিন মুর্শিদ জানান, নারী অধিকারকে এগিয়ে নিতে দুটি দেশ কেবল সম্মেলন আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময়, কেয়ার ইকোনমি, সামাজিক সেবা এবং পেশাদার নারী কেয়ারগিভার গড়ে তোলার দিকেও নজর দেবে। তুরস্ক স্থানীয়, আন্তর্জাতিক এবং বাংলাদেশি বাজারে পেশাদার নারী কেয়ারগিভার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি চালাবে।দুই দেশই জাতিসংঘের ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (CEDAW)’ অনুসমর্থন করেছে। ফলে সম্মেলনে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে এবং মুসলিম বিশ্বের সেরা উদাহরণগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।