ফরিদপুর জেলার ভাঙ্গায় র্যাব-১০ এর অভিযানে ৯১৫ পিস ইয়াবাসহ শেখ রনি (৩৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ চুয়াত্তর হাজার পাঁচশ টাকা। গ্রেফতারকৃত শেখ রনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করছিল। তার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মাদকসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।