পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কড়ক এলাকায় শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ অভিযানে অন্তত ১৭ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।ঘটনাটি বাংলাদেশি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য নতুন এক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই ব্যক্তির পরিচয় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি টিটিপি-তে বাংলাদেশি সংযোগ ও নেটওয়ার্ক শনাক্তে সমন্বিত তৎপরতা জোরদার করার কথা জানিয়েছে একাধিক সূত্র।খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপি দীর্ঘদিন ধরেই সক্রিয়। পাকিস্তান সরকার বারবার সন্ত্রাসবিরোধী অভিযান চালালেও এ সংগঠনের কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এবার বাংলাদেশি নাগরিকের নাম ওঠায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন।তারা বলছেন, এটি শুধু পাকিস্তানের নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও এক বড় উদ্বেগের কারণ। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশি নাগরিকদের টার্গেট করছে কিনা—সেটি দ্রুত যাচাই করাই এখন বড় চ্যালেঞ্জ।এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে উচ্চপর্যায়ে এ নিয়ে বৈঠক চলছে বলে জানা গেছে।সূত্র: Geo News (Urdu)
টিটিপি হামলায় ধ্বংস—১৭ জঙ্গির লাশের মাঝে এক বাংলাদেশি! Bangladeshi Terrorist in Pakistan!!
