তামিলনাড়ুর কারুরে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে) সভাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘন ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এছাড়া অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার রাতে অনুষ্ঠিত এই সমাবেশে হঠাৎই ভিড়ের চাপ বাড়তে শুরু করে। অনেকে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজয় নিজের বক্তব্য মাঝপথেই থামিয়ে দেন এবং জনতাকে শান্ত থাকার আহ্বান জানান।তামিলনাড়ু স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ান জানিয়েছেন, “অন্তত ২৯ জন মারা গেছেন এবং ৫০ জন চিকিৎসাধীন। আশপাশের জেলা থেকে অতিরিক্ত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।”রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এক পোস্টে লিখেছেন, “কারুরের খবর অত্যন্ত উদ্বেগজনক। আমি ইতোমধ্যে মন্ত্রী ও জেলাপ্রশাসনকে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলা হয়েছে।”সমাবেশ শেষে বিজয় সংক্ষিপ্ত শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এই সমাবেশটি ছিল ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণার অংশ।সূত্র: WION, The Hindu