জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর ভাষায় গাজায় গণহত্যা ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন।নেতানিয়াহু বলেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার রক্তমিথ্যা ছড়াচ্ছে তারা মধ্যযুগে ইহুদিদের বিরুদ্ধে রক্তমিথ্যা ছড়ানোদের চেয়ে আলাদা নয়। তিনি জোর দিয়ে দাবি করেন, ইসরায়েল গাজার জনগণকে খাদ্য সরবরাহ করছে, তাদের অনাহারে রাখছে না।তবে নেতানিয়াহুর এই বক্তব্যের আগেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা একযোগে হল ত্যাগ করে প্রতিবাদ জানান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, মানবিক বিপর্যয় ও যুদ্ধবিরতির দাবিকে কেন্দ্র করে জাতিসংঘে উত্তেজনা বিরাজ করছে।জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তৃতা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, ইসরায়েলি সেনা অভিযানে গাজায় হাজারো প্রাণহানি ও মানবিক সংকট বিশ্ববাসীর কাছে স্পষ্ট হলেও নেতানিয়াহু সেটিকে ‘রক্তমিথ্যা’ হিসেবে বর্ণনা করে বিতর্ক সৃষ্টি করেছেন।সূত্র: The Hindu