সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

রাজধানীতে ককটেলসহ দুই যুবক গ্রেফতার চাঞ্চল্য

Spread the love

রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলো—মোঃ রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)। পুলিশের তথ্যানুসারে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পরিত্যক্ত কক্ষ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।রাজধানীতে ককটেল উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের অভিযানে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *