শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬,০৮,০০০/-(ষোল লক্ষ আট হাজার) টাকার ২,০১০ কেজি ভারতীয় জিরাসহ ০১ (এক) জন গ্রেফতারঃ২৩/০৯/২০২৫ খ্রিঃ রাত ২২:০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানার এসআই(নিঃ) মাহবুবুর রহমান চকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর সুরমা বিরিয়ানী হাউজ এন্ড স্ন্যাকবার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি কাভার্ড ভ্যান হতে ৬৭টি বস্তা ভারতীয় জিরাসহ অভিযুক্ত ১। মোঃ জাকারিয়া আহমেদ (২৮), (ড্রাইভার), পিতা- কামাল হোসেন পাকি, সাং- হেমু উত্তর শ্যামপুর, হরিপুর, থানা- জৈন্তাপুর, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত পণ্যঃ একটি কার্ভার্ড ভ্যান, ৬৭ বস্তা ভারতীয় জিরা প্রতি বস্তার ওজন ৩০ কেজি (৬৭x৩০) =২,০১০ কেজি প্রতি কেজি ৮০০/- টাকা করে (২০১০x৮০০)=১৬,০৮,০০০/-(ষোল লক্ষ আট হাজার) টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২০ , তাং-২৪/০৯/২০২৫খ্রি. ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।