সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

রাজধানীতে হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Spread the love

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো— মোঃ আমজাদ হোসেন বুখারী (২২) ও মাহদী হাসান (২২)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদের আটক করা হয়।মতিঝিল থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেফতারকৃতরা আরও কয়েকজন সহযোগীর সঙ্গে ৬১৭ নম্বর পিলারের গায়ে নিষিদ্ধ সংগঠন “হিযবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ”-এর পোস্টার লাগানোর চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। তবে আরও ৭-৮ জন পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সংগঠনটির প্রচারণামূলক ২০টি পোস্টার উদ্ধার করা হয়েছে। পোস্টারগুলোতে লেখা ছিল:“হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”ডিএমপি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *