বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জ্বল দাসকে গ্রেফতার করেছে। উজ্জ্বল দাস ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।সূত্রাপুর থানার (ডিএমপি) মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪, ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড অনুসারে উজ্জ্বল দাসের ঠিকানা উল্লেখ করা হয়েছে পিতা- মৃত হরিপদ দাস, মাতা- রাধারাণী দাস, ৭ নং জাস্টিস লালমোহন দাস লেন, কাঠেরপুল, সূত্রাপুর, ঢাকা।গত বছরের ১৯ জুলাই, পুরান ঢাকার কবি নজরুল কলেজ সংলগ্ন পাতলা খান লেনে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী নাদিমুল হক এলেম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনার প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিনও সূত্রাপুর থানায় মামলা নং-০৩, তারিখ ২৪/০৮/২০২৪ অনুযায়ী মামলা রুজু করেন।বর্তমানে উজ্জ্বল দাসকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের স্বার্থে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।