চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মহানগর গোয়েন্দা (উত্তর দক্ষিণ) বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে এসআই মহিউদ্দিন রাজু ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অভিযান চালান।অভিযানে কক্সবাজার জেলার চকরিয়া পৌর এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান (৪৪) এর কাছ থেকে ১০০০ পিস ইয়াবা এবং কক্সবাজার মডেল থানার দক্ষিণ হালিমাপাড়ার মোঃ জাবের (২০) এর কাছ থেকে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১২০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রামে বিক্রির জন্য এনেছিল।সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, শাহজাহানের বিরুদ্ধে পূর্বে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু হয়েছে।