চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে জি. ই. সি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো সীরাতুন্নবী (সা.) মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “যিনি রাসূল (সা.) কে ভালোবাসেন না, আল্লাহ তাকে ভালোবাসেন না। মুহাম্মদ (সা.) এর শিক্ষা হচ্ছে জালেমকে প্রতিহত করা। সমাজ থেকে জুলুম উৎখাতের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”তিনি আরও বলেন, “আমাদের কোরআন বুঝে পড়তে হবে। কেবল খতম পড়ার জন্য কোরআন নাজিল হয়নি, বরং চরিত্র গঠনের জন্য এর শিক্ষা গ্রহণ জরুরি। স্বাধীনতার ৫৪ বছরে জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়নি। সেই সংসদ আমরা মানি না। ভবিষ্যতে সংসদকে আল্লাহর আইন দিয়ে পরিচালিত করতে হবে।”অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজ ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব কুমিল্লা, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান আযহারি।বক্তারা বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। কোরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ গঠন করা যাবে না। একইসঙ্গে ফিলিস্তিনে শিশু হত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করার আহ্বান জানান তারা।সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। মাহফিলে জামায়াতের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।