আগামী ২৪ সেপ্টেম্বর, বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এশিয়ার হট ফেভারিট টিম ভারতের বিপক্ষে শক্ত লড়াইয়ের জন্য বাংলাদেশ দলে এখন বড় আলোচনার নাম তানজিম হাসান সাকিব।বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্তের মতে, ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভাঙতে হলে দরকার আক্রমণাত্মক বোলিং। তানজিম হাসান সাকিব সেই কাজের জন্যই আদর্শ নাম। বিশেষ করে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার বিপক্ষে সাকিবের আগ্রাসী বোলিং বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করার পর সাকিব যে এগ্রেশন দেখিয়েছিলেন, তা এখনো অনেকের চোখে ভাসে। ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখতে গেলে এমন আগুনে পারফরম্যান্সই দরকার।দল নির্বাচনের আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তাই জোর দাবি উঠেছে – ভারতের বিপক্ষে এই ম্যাচে তানজিম হাসান সাকিবকে অবশ্যই দলে রাখা হোক। অনেকের মতে, তিনি মাঠে নামলেই বাংলাদেশের বোলিং আক্রমণ আগুন ঝরাতে সক্ষম হবে।এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। তবে একটা ব্যাপার নিশ্চিত – বুধবারের ম্যাচে সাকিব থাকলে ভারতকে রুখতে লড়াইয়ের মানসিকতায় বাংলাদেশ আরও উজ্জীবিত হবে।