জরায়ু ক্যানসার বা এন্ডোমেট্রিয়াল ক্যানসার হলো জরায়ুর ভেতরের আস্তরণের ক্যানসার। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এটি চিকিৎসাযোগ্য এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে জীবন বাঁচানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ রক্তপাত, পেলভিক ব্যথা, অস্বাভাবিক স্রাব বা শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।জরায়ু ক্যানসারের সাধারণ লক্ষণসমূহ:1. অস্বাভাবিক রক্তক্ষরণমেনোপজের পর হঠাৎ রক্তপাতমাসিকের বাইরে অস্বাভাবিক রক্তক্ষরণ বা স্পটিংমাসিক চলাকালে অতিরিক্ত রক্তপাত2. পেলভিক সমস্যানিম্নপেটে বা পেলভিক অঞ্চলে ব্যথা বা চাপ অনুভবযৌনমিলনের সময় ব্যথা3. স্রাবের পরিবর্তনদুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক যোনি স্রাব4. শারীরিক পরিবর্তনদ্রুত ওজন কমে যাওয়াঅবসাদ বা দুর্বলতাক্ষুধামন্দাঝুঁকির কারণসমূহ:দীর্ঘদিন ধরে অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনের প্রভাবস্থূলতা বা অতিরিক্ত ওজনডায়াবেটিস ও উচ্চ রক্তচাপপরিবারের জরায়ু বা কোলন ক্যানসারের ইতিহাসবয়স ৫০ বছরের পরবিশেষজ্ঞ পরামর্শ:মেনোপজের পর হঠাৎ রক্তপাত হলে বা মাসিকের ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত গাইনোকোলজিস্ট বা অনকোলজিস্টের পরামর্শ নিন। প্রাথমিক সনাক্তকরণ জীবন বাঁচাতে পারে।সূত্র: Tampere University, Finland Medical Research,