চীনের মাত্র ১১ বছরের এক শিশু, মরণব্যাধি মস্তিষ্কের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবনের শেষ প্রহরে নিল এক অসাধারণ সিদ্ধান্ত। নিজের কষ্ট ভুলে সে দান করল অঙ্গপ্রত্যঙ্গ। শিশুটির শেষ মুহূর্তে চিকিৎসকেরা নীরবে শ্রদ্ধাভরে নতজানু হয়ে তাকে সম্মান জানান।মাত্র কয়েকটি বছরের জীবনে এই শিশু রেখে গেল অনন্ত উত্তরাধিকার—উদারতা, সাহস এবং আত্মত্যাগের। তার দানকৃত অঙ্গপ্রত্যঙ্গ অন্যদের জীবন বাঁচিয়েছে এবং মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে দীর্ঘকাল।বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা শুধু চীন নয়, পুরো বিশ্বকে মানবতার নতুন শিক্ষা দিয়েছে। শিশু বয়সেও যে বড় হৃদয়ের পরিচয় দেওয়া যায়, তার এক অনন্য দৃষ্টান্ত এটি।সূত্র: চীনা স্থানীয় সংবাদমাধ্যম, আন্তর্জাতিক নিউজ ডেস্ক
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ১১ বছরের শিশুর মহৎ সিদ্ধান্ত
