সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

বাজার করতে গেলে দাম নিয়ে দ্বিধা আর নয় এখন থেকে ফোনেই পাবেন সঠিক দাম

Spread the love

নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিদিনের সঠিক দাম এখন হাতের মুঠোয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘বাজারদর’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এ অ্যাপের মাধ্যমে শতাধিক পণ্যের দাম প্রতিদিন হালনাগাদ করে সহজেই জানতে পারবেন সাধারণ ভোক্তারা।বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে প্রচারণায় দেওয়া ভিডিও বার্তায় অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে যদি দ্বিধা থাকে তা আর থাকবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে বাজারদর অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে প্রতিদিনের বাজারদর জানা যাবে এবং ভোক্তারা সচেতন হতে পারবেন।এই অ্যাপ ব্যবহার করে ভোক্তারা একদিকে যেমন সহজে দাম তুলনা করতে পারবেন অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দাম চাইলে সচেতনভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।সূত্র: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *