সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

নেট রান রেটের মারপ্যাঁচে বাংলাদেশকে এখন অন্যের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে

Spread the love

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ভাগে এসে বাংলাদেশ দলের সুপার ফোরে খেলার সমীকরণ একেবারেই স্পষ্ট হয়ে গেছে। তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দলকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ের দিকে।বাংলাদেশ এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি জয় ও একটি পরাজয়ের স্বাদ পেয়েছে। অপরদিকে শ্রীলঙ্কা দুটি ম্যাচে দুটো জয় তুলে নিয়ে সমান ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে নেট রান রেটে। আফগানিস্তান দুটি ম্যাচে একটি জয় ও একটি হারে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সুপার ফোরে ওঠার জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো শ্রীলঙ্কার জয়। যদি লঙ্কানরা আফগানিস্তানকে হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে যাবে এবং বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নিশ্চিত করবে সুপার ফোরে খেলার সুযোগ।কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠবে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়। তখন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা—তিন দলেরই সমান ৪ পয়েন্ট হবে। এই ক্ষেত্রে ফলাফল নির্ধারণ করবে নেট রান রেট। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট মাইনাস ০.২৭০, যা আফগানিস্তান (+২.১৫০) ও শ্রীলঙ্কার (+১.৫৪৬) তুলনায় অনেক পিছিয়ে।অর্থাৎ আফগানিস্তান যদি জয়ী হয়, তবে বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে এত বড় ব্যবধানের হার খুব একটা সহজ নয়, তাই বাস্তবতার বিচারে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ সমীকরণ শ্রীলঙ্কার জয়।ফলে বাংলাদেশের সমর্থকরা এখন তাকিয়ে আছেন শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের রুদ্ধশ্বাস লড়াইয়ের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *