ব্রিটেনের ওল্ডবেরি এলাকায় এক তরুণী শিখ নারী বর্ণবাদী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে “তোমার দেশে ফিরে যাও” বলে গালিগালাজ করার পর এ নৃশংস ঘটনাটি ঘটায়। ব্রিটিশ পুলিশ ইতোমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট কিম ম্যাডিল বলেন,“এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা সম্প্রদায়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”ভুক্তভোগী তরুণী তার বিবৃতিতে জানান, কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে, যা তাকে ও তার পরিবারকে গভীর মানসিক আঘাত দিয়েছে। তিনি স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ ঘটনায় ব্রিটিশ শিখ এমপি প্রীত কৌর গিল বলেন,“এটি একটি ভয়াবহ সহিংসতা, একই সঙ্গে বর্ণবাদী ঘৃণার বহিঃপ্রকাশ। ভুক্তভোগী এখানে-ই অন্তর্ভুক্ত, এই দেশেই তার অধিকার আছে। প্রতিটি সম্প্রদায়ের নিরাপদ ও সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।”অন্যদিকে শিখ লেবার এমপি গুরিন্দর সিং জোসান ঘটনাটিকে “ঘৃণ্য ঘৃণাজনিত অপরাধ” আখ্যা দিয়ে তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।ঘটনার পর স্থানীয় শিখ সম্প্রদায় বিক্ষোভ মিছিল ও প্রার্থনার আয়োজন করে। শিখ যুব সংগঠনগুলো এবং স্থানীয় গুরুদোয়ারার পক্ষ থেকে ভুক্তভোগীর পাশে থাকার প্রতিশ্রুতি জানানো হয়েছে।
