ভারতীয় সিনেমা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকা, কিংবদন্তি অভিনেতা কামাল হাসান ও সুপারস্টার রজনীকান্ত প্রায় ৪৬ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় হাজির হতে চলেছেন।দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, তবে রবিবার (৭ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত NEXA SIIMA Awards 2025 মঞ্চে কামাল হাসান নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দেন। সঞ্চালক তথা অভিনেতা-কমেডিয়ান সাথীশ যখন তাকে প্রশ্ন করেন, তখন হাস্যরসাত্মক ভঙ্গিতে কামাল বলেন—> “আমরা বহু বছর আগে একসঙ্গে কাজ করেছিলাম, তারপর আলাদা পথে হেঁটেছি। তখন আমাদেরকে আধা বিস্কুট দেওয়া হতো। আমরা পুরো বিস্কুট চাইতাম, তাই আলাদা হয়েছিলাম। এখন আমরা আবার আধা বিস্কুটেই খুশি, তাই একসঙ্গে হয়েছি।”এই মন্তব্যে ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে উত্তেজনা ও প্রত্যাশার ঢেউ। ছবিটি কোন প্রযোজনা সংস্থা নির্মাণ করছে বা পরিচালকের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে সূত্র জানাচ্ছে—এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য রেকর্ড তৈরি করতে পারে।প্রসঙ্গত, কামাল হাসান ও রজনীকান্ত সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন ১৯৭৯ সালে। তারপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় কেটে গেলেও তাঁদের জুটি আর একসঙ্গে বড়পর্দায় দেখা যায়নি। ফলে তাঁদের নতুন প্রকল্প ঘিরে কেবল দক্ষিণ ভারত নয়, গোটা ভারতীয় সিনেমা দুনিয়াই এখন উচ্ছ্বসিত।চলচ্চিত্রপ্রেমীদের মতে, “এটি নিঃসন্দেহে দশকের সেরা খবর।”