ইংলিশ প্রিমিয়ার লিগে এমিরেটস স্টেডিয়ামে আলো ছড়ালেন স্প্যানিশ মিডফিল্ডার মার্তিন জুবিমেন্দি। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম জোড়া গোল করে আর্সেনালকে এনে দিলেন মূল্যবান তিন পয়েন্ট।আর্সেনালে অভিষেক মৌসুমেই সাফল্যের ঝলকরিয়াল সোসিয়েদাদের হয়ে বড় হয়েছেন জুবিমেন্দি। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে থমাস পার্টে ও জর্জিনিওর বিদায়ের পর মিকেল আর্তেতার বিশেষ পছন্দে দলে ভেড়ান তাঁকে। আর্সেনাল ম্যানেজারের ভাষায়,> “মার্তিন কেবল খেলোয়াড় নন, মাঠে তার মধ্যে এক ধরনের কর্তৃত্ব আছে। ও যেভাবে মানিয়ে নিয়েছে, সেটা অসাধারণ।”ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগে অভিষেকের পর থেকে একটিও ম্যাচ মিস করেননি জুবিমেন্দি। পরিসংখ্যান বলছে—প্রতি ম্যাচে প্রায় ৯০ শতাংশ পাস অ্যাকুরেসি, গড়ে ৪টি বল পুনরুদ্ধার, ১.৫টি ট্যাকল এবং ৫টিরও বেশি ডুয়েল জয়।অপ্রত্যাশিত গোলের বিস্ফোরণডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খ্যাত হলেও এবার সবাইকে চমকে দিয়েছেন গোল করে। পেশাদার ক্যারিয়ারে ২৮৯ ম্যাচে কখনও জোড়া গোল পাননি এই স্প্যানিশ। অথচ এমিরেটসে ভক্তদের সামনে বাজিমাত করলেন দুর্দান্ত দুই গোল করে।প্রথম গোল: বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলি শটে।দ্বিতীয় গোল: ট্রসার্ডের ক্রসে উঠে এসে দুর্দান্ত হেডে। ম্যাচসেরা জুবিমেন্দিদুটি ভিন্নধর্মী গোলের সুবাদে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। আর্তেতা বলেছেন,> “আমি কখনও ওকে অনুশীলনে এমন গোল করতে দেখিনি। কিন্তু ম্যাচে দুটো কঠিন গোল করেছে। সত্যিই অবিশ্বাস্য।”ভবিষ্যতের রদ্রি?রিয়াল সোসিয়েদাদে থাকাকালীনই তাকে ডাকা হয়েছিল “রদ্রির উত্তরসূরি” হিসেবে। রদ্রি যখন ব্যালন ডি’অর জিতেছেন, তখন জুবিমেন্দিও প্রমাণ করছেন তিনিও আর্সেনালে হতে পারেন আগামী দিনের কাণ্ডারি। আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে দুর্দান্ত খেলার পর এবার প্রিমিয়ার লিগেও নিজের নাম লেখালেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।