বলিউডে বছরের শেষ প্রান্তে জমতে চলেছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। আমির খান প্রোডাকশনের বহুল প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা মেরে রহো আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে মুক্তি পাচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন জুনায়েদ খান এবং দক্ষিণী জনপ্রিয় তারকা সাই পল্লবী।ছবিটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে এবং প্রযোজনা করেছেন আমির খান ও মансুর খান।❄ জাপানের বরফ উৎসবের পটভূমিমেরে রহো–র অন্যতম আকর্ষণ হলো জাপানের বিখ্যাত সাপ্পোরো স্নো ফেস্টিভ্যালকে কেন্দ্র করে নির্মাণ। তুষারঝড় ও কঠিন আবহাওয়ার কারণে শুটিংয়ে শুরুর দিকে কিছুটা বাধা এলেও ইউনিটের দৃঢ়তায় প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়।🎭 জুনায়েদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপএটি জুনায়েদ খানের তৃতীয় অভিনয়প্রকল্প এবং দ্বিতীয় বড়পর্দার ছবি। তার প্রথম ওয়েব ডেবিউ মহারাজ প্রশংসা কুড়ালেও বড়পর্দার অভিষেক লাভেয়াপা বিশেষ সাড়া ফেলতে পারেনি। এবার সাই পল্লবীর সঙ্গে রোমান্টিক রসায়ন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।🏆 ডিসেম্বরের জমজমাট লড়াইছবিটির মুক্তির তারিখ কৌশলগতভাবে বেছে নেওয়া হয়েছে। এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর এবং বিশাল ভরদ্বাজ পরিচালিত শাহিদ কাপুর–ত্রিপ্তি ডিমরির ছবি। ফলে ডিসেম্বরের বক্স অফিসে নিশ্চিতভাবেই জমবে প্রতিযোগিতা।