কম্পিউটার ভাইরাস—আজকের দিনে সাইবার হুমকির প্রতীক। তবে ইতিহাসে প্রথম পিসি ভাইরাসটি ছিল একদমই ভিন্ন কল্পনার ফল। ১৯৮৬ সালে পাকিস্তানের লাহোরের দুই ভাই, বাসিত ফারুক আলভি ও আমজাদ ফারুক আলভি, তৈরি করেছিলেন এই ভাইরাসটির নাম “Brain”।“Brain” ভাইরাস মূলত MS-DOS ফ্লপি ডিস্কে ছড়িয়ে পড়ত, কিন্তু এটি কোনো ধরণের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি হয়নি। বরং ভাইরাসটির উদ্ভাবকরা এটি বানিয়েছিলেন নিজেদের সফটওয়্যার অবৈধ কপি হওয়া রোধ করতে এবং একটি পরীক্ষামূলক প্রযুক্তি হিসেবে।সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ভাইরাসটির কোডে ভাইদের নাম, ঠিকানা ও ফোন নম্বর অন্তর্ভুক্ত ছিল। এর মানে, সংক্রমিত ব্যবহারকারীরা চাইলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারত।“Brain” ভাইরাসের এই সৃজনশীল ধারণা পরবর্তীতে সাইবার নিরাপত্তা গবেষণা এবং অ্যান্টিভাইরাস প্রযুক্তির সূচনা হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।আজকের দিনে যেখানে ভাইরাস মানেই বিপদ, সেখানে “Brain” ভাইরাস এক অভিনব প্রযুক্তিগত পরীক্ষার উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।