সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

জামায়াত ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের চমকপ্রদ বৈঠক: কী হলো আলোচ্য বিষয়?

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস. সুসান রাইলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করে। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে হাইকমিশনারের বাসভবনে অনুষ্ঠিত হয়। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ পাঁচজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. সাবিকুন্নাহার মুন্নি এবং ডা. হাবিবা চৌধুরি সুইট।বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা। তাছাড়া নারী অধিকার ও নারীর অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীন বিচরণের বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি ও পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অস্ট্রেলিয়ান হাইকমিশনার বৈঠকে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ার ক্ষেত্রে জামায়াতের অবদানের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *