সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

বনানীতে ব্যবসায়ীর বাসায় হানা, চুরি গেল ৩০ লাখ টাকা—উদ্ধার হলো ২৪ লাখ!

Spread the love

রাজধানীর বনানী এলাকায় এক ব্যবসায়ীর বাসায় সংঘটিত চুরির ঘটনায় চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা। এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতের নাম মো. কাউছার আহমেদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোটরসাইকেল এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।বনানী থানা সূত্রে জানা যায়, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম একজন ব্যবসায়ী। তিনি পরিবারসহ বনানীর রোড নং-১৮, হাউজ নং-৩৮/বি-তে বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাতের খাবার শেষে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের আলমারি এলোমেলো এবং ভেতরে রাখা হ্যান্ড সুটকেস নেই, যাতে ব্যবসায়িক লেনদেনের জন্য সংরক্ষিত ছিল প্রায় ৩০ লাখ টাকা।পরে ১১ সেপ্টেম্বর বনানী থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাউছার আহমেদ চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।ডিএমপির বনানী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *