এশিয়া কাপে আবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবারের এই ম্যাচকে ঘিরে পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে। কেবল দলগত লড়াই নয়, ম্যাচে আলাদা আকর্ষণ তৈরি করেছে চারটি মিনি-দ্বৈরথ, যেগুলো যে কোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।গিল বনাম আফ্রিদি২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে ১ লাখ দর্শকের সামনে শুবমান গিলকে আউট করে স্টেডিয়াম স্তব্ধ করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। সেই স্মৃতি এবার আবার ফিরে আসছে। ভারতের তরুণ অধিনায়কত্বের সম্ভাবনা গিল বনাম পাকিস্তানের সবচেয়ে ভয়ংকর পেসার আফ্রিদির এই লড়াই ম্যাচের শুরুতেই রঙ বদলাতে পারে।স্পিনের যুদ্ধ: কুলদীপ-বরুণ বনাম মুকিম-আবরারভারতের হয়ে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী মিলে গড়েছেন কার্যকর স্পিন জুটি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে তরুণ সুফিয়ান মুকিম ও রহস্যময় আবরার আহমেদ। এক বলেই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন এই চারজনের যে কেউ।বুমরাহ বনাম হারিসযশপ্রীত বুমরাহর নিখুঁত ইয়র্কার বনাম মোহাম্মদ হারিসের ঝুঁকিপূর্ণ ব্যাটিং—এ লড়াই নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। হারিসের স্টাইল আগ্রাসী হলেও বুমরাহর বিপক্ষে এই কৌশল কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।হাসান নবাজ বনাম ভারতের স্পিনাররাপাওয়ারপ্লে শেষে পাকিস্তানের ভরসা হাসান নবাজ। তবে ভারতের কুলদীপ-বরুণ-অক্ষর প্যাটেলের স্পিন ত্রয়ী তার জন্য বড় চ্যালেঞ্জ। এই দ্বন্দ্বই হয়তো নির্ধারণ করবে পাকিস্তানের ইনিংস কোন পথে এগোবে।রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে তাই মূল লড়াই হবে শুধু স্কোরবোর্ডে নয়, ব্যাট-বলের এই ছোট ছোট যুদ্ধে। ম্যাচ শেষে বিজয়ী দল যেমন ইতিহাসে নাম লেখাবে, তেমনি হারিয়ে যাওয়া মুহূর্তগুলো হয়তো দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব।