এশিয়া কাপের সবচেয়ে বড় আকর্ষণ সবসময়ই ভারত-পাকিস্তান ম্যাচ। তবে ২০২৫ সালে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ দ্বৈরথ ঘিরে উত্তেজনার চেয়ে বেশি ছায়া ফেলেছে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি। পাহালগাম হামলা ও সীমান্তে সামরিক সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন মাঠের বাইরেও স্পষ্ট প্রভাব ফেলেছে।প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মূল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। খেলোয়াড়রা যতটা সম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমতের চাপ এড়ানো কঠিন হয়ে পড়ছে। এমনকি স্রেফ এক করমর্দন বা হালকা হাসি পর্যন্ত ভাইরাল হয়ে তুমুল আলোচনার জন্ম দিচ্ছে।দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট প্রায় ১৩ বছর ধরে স্থগিত রয়েছে। তাই এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টে তাদের বিরল মুখোমুখি লড়াই সাধারণত উৎসবের আবহ তৈরি করে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় অনেকটাই কম, আয়োজকরা শেষ মুহূর্তে নানা প্রচারণা চালাচ্ছেন।খেলোয়াড়রা জানেন, প্রতিটি অঙ্গভঙ্গি বিশ্লেষণ হবে, প্রতিটি আচরণ হতে পারে বিতর্কের কেন্দ্রবিন্দু। তবু ক্রিকেটপ্রেমীদের মনে এখনো আশা—মাঠে ব্যাট-বলের লড়াই পুরনো উত্তেজনার স্মৃতি ফিরিয়ে আনবে।রবিবার দুবাইয়ে চার ঘন্টার সেই মহারণে কি আবারও ফিরে আসবে ভারত-পাকিস্তান দ্বৈরথের পুরনো জাদু? উত্তর পাবে ক্রিকেটবিশ্ব।