নেপালের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন অধ্যায় সূচনা করলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান। একইসঙ্গে রাষ্ট্রপতি বিদ্যমান সংসদ ভেঙে দিয়ে আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দেন।সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের জেনারেশন জেড-এর আন্দোলন ও দাবির প্রতি সমর্থন জানিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসেন সুশীলা কার্কি। তিনি এখন মন্ত্রিসভা গঠন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে মূল ভূমিকা রাখবেন।রাষ্ট্রপতির এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা কিছুটা কাটলেও, নির্বাচনের আগ পর্যন্ত নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ কীভাবে রূপ নেবে তা নিয়ে নানা মহলে জল্পনা অব্যাহত রয়েছে।বিশ্লেষকরা বলছেন, সুশীলা কার্কির নিয়োগ নেপালের নারী নেতৃত্বের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে সংসদ ভাঙা ও নির্বাচন প্রক্রিয়া সামনে রেখে তাঁকে এক জটিল দায়িত্ব পালন করতে হবে।