সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

মুম্বাই আবারও তীব্র নিরাপত্তা শঙ্কায় কেঁপে উঠল

Spread the love

মুম্বাই আবারও তীব্র নিরাপত্তা শঙ্কায় কেঁপে উঠল। শনিবার রাত ১১টার দিকে শহরের নায়ার হাসপাতালের ডিনের অফিসে এবং মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক রহস্যজনক ই-মেইল আসে, যাতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হলে বোম্ব ডিসপোজাল স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তবে দীর্ঘ অনুসন্ধানের পরও কোনো সন্দেহজনক বস্তু মেলেনি।

দুই দিন আগেই এসেছিল ‘৩৪ মানব বোমা ও ৪০০ কেজি আরডিএক্স’ হুমকি

এই সর্বশেষ হুমকি আসে মাত্র দু’দিন পর, যখন মুম্বাই পুলিশের কাছে এক ফোনকল পৌঁছেছিল যেখানে দাবি করা হয়, শহরে ছড়িয়ে রাখা হয়েছে ৩৪টি ‘মানব বোমা’ এবং ৪০০ কেজি আরডিএক্স ভর্তি গাড়ি। হুমকিটি দেওয়া হয়েছিল ‘লস্কর-ই-জিহাদি’ নাম ব্যবহার করে। পুলিশের ধারণা, এটি পরিকল্পিতভাবে শহরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা।

হুমকিদাতার সন্ধানে পুলিশ

এ ঘটনায় ইতোমধ্যেই নোইডা থেকে অশ্বিন কুমার সুপ্রা নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযোগ, তিনি মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে বোমা হামলার বার্তা পাঠিয়েছিলেন। তার ফোন ও সিম কার্ড জব্দ করে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

গণেশ চতুর্থী ঘিরে নিরাপত্তা জোরদার

প্রসঙ্গত, মুম্বাইয়ে চলছে দশদিনব্যাপী গণেশ চতুর্থীর মহোৎসব। উৎসব ঘিরে লক্ষাধিক মানুষের সমাগমের কারণে ইতোমধ্যেই শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ শহরের গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করে বাড়তি নজরদারি চালাচ্ছে এবং কম্বিং অপারেশনও অব্যাহত রেখেছে।

সতর্কতায় পুরো মুম্বাই

যদিও ঘটনাস্থল থেকে কিছু উদ্ধার হয়নি, তবু একের পর এক হুমকিতে শহরে আতঙ্ক বিরাজ করছে। মুম্বাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। উৎসবের সময় কোনোভাবেই নিরাপত্তায় ফাঁক রাখা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *