সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

ফরিদপুর-গোপালগঞ্জে সরবরাহের আগেই ধরা পড়লো ২১ কেজি গাঁজা

Spread the love

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে নিয়মিত অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব আবারও বড় সাফল্য অর্জন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে র‌্যাব-১০ এর চৌকস আভিযানিক দল ২১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গতকাল ০১ অক্টোবর রাতে প্রথম অভিযানটি পরিচালিত হয় মাদারীপুর জেলার শিবচর থানাধীন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায়। রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে চালানো এ অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ী ইব্রাহিম মাতুব্বর (৩৭) ও জিয়া উদ্দিন খান (৩৫)।এরপর রাত ১০টা ৫৫ মিনিটে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী ইউনিয়নের বাহারা মধ্যপাড়া এলাকায়। এ অভিযানে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয় মোঃ ইমরান মিয়া (৩৯) নামের আরও একজন মাদক ব্যবসায়ীকে।র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গাঁজা ও অন্যান্য মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। তারা গোপন উৎস থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত।উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।র‌্যাব জানায়, মাদক শুধু যুবসমাজকেই ধ্বংস করছে না, এটি পারিবারিক বন্ধন ভেঙে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ার কাজ অব্যাহত থাকবে।সূত্রঃ র‌্যাব-১০ মিডিয়া সেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *