সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

একশ বছর পর মুক্তি পাবে রহস্যময় সিনেমা ‘100 Years’

Spread the love

২০১৫ সালে তৈরি হলেও ‘100 Years’ নামের এই সিনেমাটি পৃথিবীর বর্তমান প্রজন্মের জন্য নয়। বরং এটি আগামী প্রজন্মের জন্য তৈরি এক অনন্য শিল্পকর্ম। সিনেমাটির পরিচালক রবার্ট রড্রিগেজ এবং অভিনেতা জন মালকোভিচ। আশ্চর্যের বিষয় হলো, সিনেমাটি ২১১৫ সালের ১৮ নভেম্বর মুক্তি দেওয়া হবে।সিনেমাটি নির্মিত হয়েছে বিলাসবহুল ব্র্যান্ড Louis XIII Cognac-এর সহযোগিতায়। এই কগনাক পানীয়টির বিশেষত্ব হলো এটি তৈরি হতেও সময় লাগে একশ বছর। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে এই সিনেমা।বর্তমানে সিনেমাটি রাখা হয়েছে একটি বিশেষ ভল্টে, যা আগামী একশ বছর পর স্বয়ংক্রিয়ভাবে খুলবে। এটির প্রিমিয়ার দেখার জন্য তৈরি হয়েছে মাত্র এক হাজার ধাতব টিকিট, যা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর করা হবে।এই চলচ্চিত্র নিয়ে কোনো ট্রেলার প্রকাশ করা হয়নি, কাহিনী সম্পর্কেও কিছু জানানো হয়নি। সিনেমাটি ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি হবে চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি।ভবিষ্যৎ প্রজন্মই কেবল এই সিনেমা দেখতে পারবে। আজকের দর্শকদের জন্য এটি কেবল রয়ে যাবে এক রহস্যময় কল্পনা।সূত্র: WION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *