দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। অভিযানে দেশীয় তৈরি প্রায় ৪৬.৫ লিটার চোলাই মদ এবং ২২ হাজার ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৩ এর কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।দিনাজপুরসহ উত্তরাঞ্চলে মাদক ব্যবসা রোধে র্যাবের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।