সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

২০১৮ বিশ্বকাপ নায়ক আজ দিশেহারা—শেষ কি তবে উমতিতির ক্যারিয়ার?

Spread the love

ফরাসি বিশ্বকাপজয়ী ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির (৩১) ক্যারিয়ার যেন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ২০২২-২৩ মৌসুম শেষে ইতালির ক্লাব লেচের সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার পর থেকে তিনি আর কোনো ক্লাবের সঙ্গে জড়াননি। একসময় বার্সেলোনার রক্ষণভাগের ভরসা ছিলেন উমতিতি, কিন্তু দীর্ঘ চোট-জর্জরিত সময় তাঁকে ক্যারিয়ার থেকে অনেকটা দূরে ঠেলে দিয়েছে।ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, কয়েকদিন আগে উমতিতিকে দেখা গেছে তাঁর শৈশবের ক্লাব অলিম্পিক লিওঁর প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হতে। সেখানেই নাকি তিনি অবসর ঘোষণার ভিডিও রেকর্ড করার অনুমতি চেয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গুঞ্জন জোরালো যে এবার তিনি সত্যিই বুটজোড়া তুলে রাখছেন।উমতিতি সম্প্রতি বলেছিলেন, “১০ সেপ্টেম্বরের মধ্যে যদি নতুন দল না পাই, তাহলে অবসরের সিদ্ধান্ত নেব।” সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই চোটে ভুগতে শুরু করেন উমতিতি। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে তিনি প্রায় ৬২২ দিন মাঠের বাইরে ছিলেন, যা তাঁর উজ্জ্বল ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়। শেষদিকে লিলে তিনি মাত্র ১৩ ম্যাচ খেলতে পেরেছিলেন।২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখলেও, আজকের বাস্তবতা একেবারেই ভিন্ন। ফুটবল মহল তাই ধরে নিচ্ছে, উমতিতির খেলোয়াড়ি জীবন এখানেই থামতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *