সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার ‘সিলেট রেস্ট হাউস’ নামক একটি আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে হোটেল কক্ষে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দুই পুরুষ ও এক নারীকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন –১. হোসেন আহমদ (২৬)২. আনোয়ার হোসেন (২১)৩. সুরমা বেগম (২৭)পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে হোটেলের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।মহানগর ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “আমরা গোপন সূত্রে খবর পাই হোটেলটিতে নিয়মিত অনৈতিক কার্যকলাপ চলছে। এ সংক্রান্ত তথ্য যাচাইয়ের পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।”স্থানীয়রা জানান, ওই হোটেলে বহুদিন ধরেই সন্দেহজনক ব্যক্তিদের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছিল। পুলিশের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযানে নগরজুড়ে আলোচনার ঝড় উঠেছে।সূত্র: মহানগর গোয়েন্দা পুলিশ, সিলেট