সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

সিলেটের মোস্ট ওয়ান্টেড! কুখ্যাত সন্ত্রাসী ‘বুলেট মামুন’ কিভাবে ধরা পড়ল?

Spread the love

সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন বালুচর এলাকায় এক বড়সড় পুলিশি অভিযানে তালিকাভুক্ত কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী **মামুন আহমেদ প্রকাশ ‘বুলেট মামুন’**কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১০/১০/২০২৫) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহপরাণ (রঃ) থানা ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ দল এই সফল অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত ‘বুলেট মামুন’ (২০) শাহপরাণ (রহঃ) থানার তালিকাভুক্ত অপরাধী। সিডিএমএস পর্যালোচনা অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক উপদানাবলী আইনে মামলা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ মোট ১১টি গুরুতর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।গ্রেফতারের বিবরণশাহপরাণ (রঃ) থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশ দলটি শাহপরাণ (রহঃ) থানাধীন বালুরচর এলাকা থেকে তাকে আটক করে। গ্রেফতারের সময় ‘বুলেট মামুন’ ছাড়াও তার দুই কিশোর গ্যাং সদস্য সহযোগীও পুলিশের হাতে ধরা পড়ে।গ্রেফতারকৃত সহযোগীরা হলেন:১. সৈয়দ আবির হোসেন (১৮), পিতা- আজমল আলী, সাং- বালুচর, সোনার বাংলা, থানা- শাহপরাণ (রঃ), সিলেট।২. রায়হান আহমেদ (১৮), পিতা- খালেদ আহমদ, সাং- বালুরচর সোনার বাংলা, থানা- শাহপরাণ (রঃ), সিলেট।পুলিশ সূত্রে জানা যায়, মামুন আহমেদ প্রকাশ ‘বুলেট মামুন’-এর স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কামদা গাঁও হলেও সে বর্তমানে শাহপরান (রঃ) থানাধীন বালুরচর সোনার বাংলা এলাকায় বসবাস করত।আইনি প্রক্রিয়াশাহপরাণ (রহঃ) থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এই গ্রেফতারের ফলে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা কমে আসবে বলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

Source: শাহপরাণ (রহঃ) থানা পুলিশের প্রেস রিলিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *