রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন পৌর ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৯৫) একটি বাস থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জয়নাল আবেদিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার বেলছড়ি এলাকার বাসিন্দা।র্যাব জানায়, গ্রেফতারকৃত জয়নাল আবেদিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।র্যাব-১০ এর কর্মকর্তারা জানান, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এটি তরুণ সমাজকে ধ্বংস করছে এবং পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।