বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, শেখ হাসিনা ফ্যাসিবাদের জননী হিসেবে দেশের সম্মান ও মর্যাদা বিনষ্ট করেছেন। নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ কর্মীদের ডিম নিক্ষেপ শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মানকে ভূলুণ্ঠিত করেছে।তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে আখতার হোসেনকে ‘জুলাই সন্ত্রাসী’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে। অথচ দেশের মানুষ তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়। এটি প্রমাণ করে আওয়ামী লীগের মধ্যে এখনো অনুশোচনা জন্মায়নি। তারা দেশে ফ্যাসিজম কায়েম করেছে, আবার বিদেশেও বাংলাদেশের ভাবমর্যাদা বিনষ্ট করছে।বুধবার দুপুরে নীলফামারী জেলা জামায়াত আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হালিম বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা আবারও ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের মতো প্রহসনে পরিণত হবে। তিনি দাবি করেন, তিনটি নির্বাচনে প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে শতকরা ৮০ ভাগ ভোট পড়েছিল। দেশবাসীও জাতীয় নির্বাচনে এমন পরিবেশ প্রত্যাশা করে। তিনি প্রস্তাব দেন, আগামী জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে হলে তাতে কোনো মনোনয়ন বাণিজ্য থাকবে না এবং ফ্যাসিবাদের উত্থানের সুযোগ থাকবে না।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে সৎ ও চরিত্রবান মানুষকে নেতৃত্বে আনতে হবে। জনগণ ভালোভাবেই জানেন কারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম এবং ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও নীলফামারী-২ আসনের প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক ছাদের হোসেন, প্রভাষক আব্দুল কাদিম ও প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু এবং সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ।